সময়মতো ফুল না ফোটায় বাগানের মালিদের ছয় মাসের জন্য শ্রম শিবিরে পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন ঠিক করেছিলেন ১৬ই ফেব্রুয়ারি তার বাবার জন্মবার্ষিকী বিশেষ ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। এজন্য মালিদের এই সময়ের মধ্যে হাজারো ফুল যেন বাগানে প্রস্তুত হয় এর নির্দেশনা দিয়েছিলেন কিম। কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিলেন মালিরা। আর তাতেই বেজায় চটলেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন।
কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই ফুলের নামকরণ করা হয় ‘কিমজংগিলিয়াস’। বিশেষ প্রজাতির এই ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়।
ডেইলি এনকে-র প্রতিবেদনে বলা হয়, ১৬ই ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মবার্ষিকী। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। ডাক পড়ে গ্রিন হাউসের ম্যানেজার হানের। তিনি হাজির হয়েছিলেন ঠিকই। কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কেননা সময়মতো গাছে ওই ফুল ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। শীতের মৌসুমে গ্রিনহাউস যথেষ্ট তাপমাত্রায় রাখার জন্য ঠিকমত জ্বালানি কাঠের যোগান দিতে পারেননি। এ কারণে পর্যাপ্ত ফুলের যোগান দিতে ব্যর্থ হন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে, সেই ফুল হাতের কাছে না পেয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন কিম।
এরপরই ম্যানেজার হান এবং তার সমস্ত মালিকে ছ’মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।