
জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, শিশুদের শারীরিক মানষিক এবং শিক্ষা উন্নয়নে মায়েদের ভুমিকা অপরিসীম। বর্তমান সরকার শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিশ্চয়তার লক্ষে নানামুখী কর্মসুচি গ্রহণ করছেন। তিনি আরও বলেন, যত্ন সেবা প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্র্রকল্প। যত্ন সেবা প্রকল্পের মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়ন সাধনে সরকার আর্থিক সহায়তা প্রদান করছে।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন মাঠে আইএসপিপি যত্ন প্রকল্পের উপকারভোগীদের এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান, সদর উপজেলা যত্ন প্রকল্প সমন্বয়কারী শাহাদৎ হোসেন, বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও আব্দুর রাজ্জাক মধুসহ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। হুইপ পরে ১ হাজার ৪শ’ ৭৬ জন উপকারভোগীদের মাঝে ক্যাশ কার্ড বিতরণ করেন।উল্লেখ্য, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে আইএসপিপি যত্ন প্রকল্পের মাধ্যমে এসব ক্যাশ কার্ড বিতরণ করা হয়।