পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯২ হয়েছে। গৃহহীন হয়েছেন ৬১ হাজারের বেশি মানুষ। দেশটির অন্তত ১ লাখ ১২ হাজার মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। বুধবার এসব তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জাতিসংঘ এবং বিভিন্ন দাতব্য সংস্থা এরই মধ্যে সহায়তা কার্যক্রম শুরু করেছে।
মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির ভারত মহাসাগর উপকূলীয় শহর ইকোঙ্গোতে। শুধু এ শহরটিতেই ৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে ঘরের ছাদ ধসে। কৃষি নির্ভর দেশটির বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ২০টি সড়ক ক্ষতিগ্রস্ত ও ১৭টি ব্রিজ ভেঙে গেছে। যে কারণে ব্যাহত হচ্ছে সহায়তা কার্যক্রম।দেশটিতে খাবার পানি সরবরাহে সহায়তা করতে জরুরি কর্মী পাঠিয়েছে ফ্রান্স। এ ছাড়া ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে দেশটি থেকে পাঠানো হয়েছে ড্রোন।