
কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনি এলাকায় বাস ও মোটরসাইকেল সংর্ঘষে দুইজন মারা গেছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লোহাইউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বুলবুল আহমেদ ও ফখর উদ্দিন। তাদের একজনের বাড়ি কুমিল্লা ও অন্যজন ব্রাহ্মণবাড়িয়ায়। তারা উভয়ই কুলাউড়ায় পাওয়ার গ্রিডের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেলে করে বুলবুল ও ফখর কুলাউড়া থেকে মৌলভীবাজারে যাচ্ছিলেন। পথেই লোহাইউনি এলাকায় পৌঁছানো মাত্র কুলাউড়াগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জানান, খবর পেয়ে বাসটি জব্দ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।