
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন প্রদান করেছেন ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ মো. কাওছার আলী। শনিবার বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সাংবাদিক নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে টেলিভিশনটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ঠিকাদার আব্দুর রশিদ বিদ্যুৎ, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংস্কৃতিক সম্পাদক জামিরুল ইসলাম স¤্রাট, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। সাংবাদিকদের দেখার জন্য টেলিভিশন উপহার প্রদানের জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ ওসি কাওছার আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।