
মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জে দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিতে ইটভাটাসহ কৃষকের শত শত একর উঠতি আলুক্ষেতসহ ভূট্টা, মরিচ, কলা ও বেগুন ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত বর্ষে এ বৃষ্টি ও দমকা হাওয়া।
সরেজমিনে গত শক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত্য ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শনে গিয়ে দেখাযায় ভেন্ডাবাড়ী, চৈত্রকোল, বড়দরগাহ, কুমেদপুর, মদনখালি, টুকুরিয়া, বড় আলমপুর, রায়পুর, পীরগঞ্জ,শানের হাট, পাছগাছী, মিঠিপুর, রামনাথপুর, চত্রা ও কাবিলপুর প্রায় ১৫টি ইউনিয়নের গ্রামের কৃষকের উঠতি আলুসহ ভূট্টা,কলা, মরিচ, বেগুন ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ো হাওয়া ও অঝোড় বৃষ্টির কারনে এবারেও পীরগঞ্জের প্রায় ৫৮টি ইটভাটার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দিনভর কৃষকগন তাদের ফসলের পানি নিস্কাশনে ব্যস্ত থাকতে দেখা যায়। প্রটিটি ভাটার কাচা ইট বৃষ্টির পানিতে মাটির সাথে মিেিশ গিয়েছেং। এ ব্যাপারে ইটভাট মালিক সমিতির সভাপতি মোঃ এনামুল হক সাথে কথাহলে তিনি বলেন-সব মিলিয়ে ভাটা মালিকদের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। অপরদিকে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান জানান-এবারে পীরগঞ্জে ৫২৫০ হেক্টর জমিতে আলুক্ষেত রোপন করা হয়েছে। মাঘমাসের এ হঠাৎ বৃষ্টির কারনে কিছু কিছু আলুক্ষেতের ক্ষতির সম্ভবনা রয়েছে, যেগুলো ক্ষেতে পানি নিস্কাশনের সমস্যা রয়েছে। তবে আশার কথা হচ্ছে বৃষ্টির পর আবহায়া ভাল হয়েছে। পুনরায় বৃষ্টি না হলে তেমন কোন ক্ষতি হবেনা। যে সকল কৃষকের ফসলের ক্ষতি সাধিত হয়েছে তাদেরকে সরকারিভাবে প্রনোদনা দেয়ার ব্যবস্থা করা হবে।