গাইবান্ধার পলাশবাড়ীর রওশনবাগ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ-উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ উচ্চ বিদ্যালয় চত্ত্বরে নবনির্মিত শহীদ মিনারের শুভ-উদ্বোধন করা হয়। এসময় গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সাবিউল ইসলাম, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম জহুরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সভাপতি সর্দার মো. শহীদ হাসান লোটন, প্রধান শিক্ষক মোস্তাকিম বিল্লাহ।
অত্র বিদ্যায়লয়ের সভাপতি এবং প্রধান শিক্ষক জানান, ৫ লাখ ২৪ হাজার ৯শ’ ৭৫ টাকা ব্যয়ে শহীদ মিনারের নির্মাণ কাজ করা হয়েছে। তারমধ্যে স্থানীয় এমপি’র বরাদ্দ ১ লাখ টাকা এবং জেলা পরিষদের বরাদ্দ ১ লাখ টাকা পেয়েছি। অবশিষ্ট ৩ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আদামের নিজস্ব অর্থায়নে ব্যয় করেছি।