গাইবান্ধার পলাশবাড়ীতে এক অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার ল্েয গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এসআই মো. মামুনের নেতৃত্বে এসআই মিজান, এএসআই রাম চন্দ্র প্রামানিক ও এএসআই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর হতে রাজশাহীগামী পথের সাথী যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ১ কেজি গাঁজা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিলেরপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে শাহিন মিয়া (৩০) এবং একই জেলার পীরগঞ্জ উপজেলার রাংগামাটি গ্রামের লাল মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩২)।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।