
সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে স্বাস্থ্যবিধি মেনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনসহ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়পার্টি, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন ছাড়াও পলাশবাড়ী প্রেসকাব, বিভিন্ন স্কুল-কলেজ, শ্রমিক সংগঠন সমূহ ও ব্যবসা-প্রতিষ্ঠান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী-অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ী, সকল শিা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নিজ নিজ ব্যবস্থাপনায় সকল মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত। সকালে দিবসটির গুরুত্ব-তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ টাউন হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।