
গাইবান্ধা জেলা প্রশাসন ও রংপুর বিভাগীয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলার দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।এর মধ্যে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার (বিস্কুট) করার অপরাধে উপজেলার ঢোলভাঙ্গা বাজারের মেসার্স ফাতেমা অ্যান্ড রাবেয়া ফুড প্রডাক্টসকে ২৫ হাজার টাকা ও একই উপজেলার ঠুটিয়াপাকুর বাজারে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে মেসার্স তাসফিয়া ফুড প্রডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (পদার্থ) আবদুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় এই জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন।