গাইবান্ধার পলাশবাড়ীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পবনাপুর ইউপি’র গোপিনাথপুর-পূর্ব ফরিদপুর রাস্তায় প্রকল্পের আওতায় প্রথম পর্যায় ৪০ দিনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী (ডিডিএম) রাশেদুল আলম রাসেল। এসময় পবনাপুর ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মন্ডলসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, এ উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে একযোগে উদ্বোধন করেন বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, বরিশাল ইউনিয়নে ইউপি চেয়ারম্যান সাংবাদিক মো. রফিকুল ইসলাম সরকার, মহদীপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল এবং মনোহরপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব প্রধান রিপন। এসময় স্ব-স্ব ইউনিয়ন সমূহের ইউপি সচিব এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপজেলায় মোট ১৮৬৩ জন শ্রমিক (ইজিপিপি) প্রকল্পে অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।