জাতীয় আদিবাসী পরিষদের প্রয়াত সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা’র অকাল মৃত্যুতে নাগরিক শোকসভা উপলক্ষে আজ শনিবার আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন এবং একটি শোক র্যালি বের করা হয়। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ ও সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে এক নাগরিক শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি সভাপতি ডাঃ ফিলিমন বাসকের সভাপতিত্বে শোকসভার শুরুতে প্রয়াত নেতা সবিন চন্দ্র মুন্ডার প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
শোকসভায় বক্তব্য রাখেন আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বাহক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমরম, মার্কসবাদী ওয়ার্কার্স পার্টির নেতা মৃনাল কান্তি বর্মন, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দিপন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার করে কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, আদিবাসী নেতা অ্যাডভোকেট বাবুল রবিদাস, সুফল চন্দ্র হেমরম, প্রিসিলা মুরমু, অলিভিয়া হেমরম, বৃটিশ সরেন, ময়নুল হক প্রমুখ।বক্তারা বলেন, সবিন চন্দ্র মুন্ডা সমতল আদিবাসীদের যাবতীয় স্বার্থ ও অধিকার আদায়ের জন্য আজীবন আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছেন। সবিন মুন্ডা যুক্ত হয়েছিলেন মধুপুর শালবনের ইকোপার্কবিরোধী আন্দোলনে, শামিল ছিলেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি আন্দোলন সহ অসংখ্য আন্দোলনে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রতিবাদী মানুষ। করোনা মহামারীতে গ্রামের পর গ্রামে সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন সবিন চন্দ্র মুন্ডা। তিনি নিরক্ষর মুন্ডা শিশুদের ঘরে ঘরে গিয়ে স্বেচ্ছায় শিক্ষাদান করেছেন।
গ্রামের মানুষের বিধবা-ভাতা, বয়স্ক-ভাতা, ভিজিডি প্রাপ্তিতে সহায়তা কিংবা কোনো দুর্যোগে খাদ্য বা শীতার্ত মানুষকে কম্বল সহযোগিতা করা- সব কাজেই যুক্ত থেকেছেন জীবনভর। বক্তারা এই মহান এবং মহৎ হৃদয়ের মানুষটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন, এবং শোকতপ্ত পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করেন।