
দিনাজপুরের ঘোড়াঘাটে কেক কর্তন ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াঘাট উপজেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে উপজেলার ওসমানপুরে তাহ্সীনুল কোরআন নূরানী মডেল মাদ্রাসার ৭০ জন শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এ সময় ঘোড়াঘাট উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক সজল মিয়া বলেন, ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকার আদায়ে সব সময় যে গতিতে ছিল, বর্তমানে আছে ও ভবিষ্যতে থাকবে।অনুষ্ঠানে এ সময় মাদ্রাসার শিক্ষক মোঃ মইনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সাদনান সরকার, বেলাল হোসেন, মূসা ইসলাম মিম, ফয়সাল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।