গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএমডিএ (বরেন্দ্র ভবন) জোনাল অফিসের নবনির্মিত ভবনের শুভ-উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে বিএমডিএ জোনাল অফিসের শুভ-উদ্বোধন করেন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান।
অন্যান্যদের মধ্যে পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানা অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, এমপি’র রাজনৈতিক সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল-হাসান চৌধুরী লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএমডিএ’র অফিসার তারিক আজিজ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পী, এমপি’র পিএ খাইরুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।