গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের ক্ষুদ্র-নৃগোষ্ঠী আদিবাসীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র/কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুর পাড়ায় দুই শতাধিক আদিবাসী নারী/পুরুষের মাঝে প্রধান অতিথি হিসাবে এসব শীতবস্ত্র বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।