
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, সাত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৪টি পৌরসভার মেয়র, সকল উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিকসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় শহরের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংস্কার, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি বিঘা জমিতে কোন সেচ পাম্প মালিক ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৫শ’ টাকার বেশি আদায় করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এলজিইডির অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নসহ অন্যান্য বিভাগীয় দপ্তরের কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়।