
বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে ‘বাংলা ইশারা ভাষার প্রসার শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফজলুল হক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, পৌর প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শ্রবণ প্রতিবন্ধীদের সকল ক্ষেত্রে সম্পৃক্ত করে উন্নয়নের মূল ে¯্রাত ধারায় তাদের নিয়ে আসতে হবে।