
গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরীর ও মনকে সুস্থ সতেজ রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধায় জেলা পুলিশ আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পাঁচ দিনব্যাপি এ টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ দল ও হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র দল অংশ নেয়।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শামস্—উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।