
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক বর্ধিত কর্মীসভায় বিদ্যুতের অতিরিক্ত বিল সংশোধন, গ্রাহকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দুর্নীতিগ্রস্ত বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি দেবল কুমারের সভাপতিত্বে এ কর্মীসভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মো. মখছুদ মিয়া, মাহবুর রহমান, হযরত আলী, সাজু মিয়া, ফুলমিয়া, আবু বকর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সেচ পাম্প মালিকদের নামে অতিরিক্ত বিল প্রত্যাহার করে সংশোধিত বিল প্রদান, সমস্ত বন্ধ পাম্পের বিল বাতিল এবং সেইসাথে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতিকে কটাক্ষ করে বিদ্যুৎ কর্মকর্তাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, সমিতি ছিল বলে ২০১৫-২০১৬ সালের ৫ কোটি ২৭ লাখ টাকার অতিরিক্ত বিল প্রমাণিত হয়েছে। ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা অতিরিক্ত বিল গ্রাহকদের উপরে চাপানো হয়েছে। এ সমস্ত বিল সংশোধন করতে হবে। সেইসাথে বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রাহকদের নামে অতিরিক্ত বিল দিয়ে যে মামলা দায়ের করা হয়েছে সে সমস্ত মামলা প্রত্যাহার এবং দুর্নীতিগ্রস্ত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী যারা অতিরিক্ত বিল দিয়ে গ্রাহক হয়রানী করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তারা উল্লেখ করেন, সারাদেশে ৮০ হাজার কোটি টাকার অডিট আপত্তি হয়েছে। এতে প্রমাণিত হয় গোটা বিদ্যুৎ বিভাগ দূর্ণীতিতে নিমজ্জিত।