
সিরাজগঞ্জের সলংগা থানার রুয়াপাড়া কবরস্থান থেকে ১৬ কবরের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই কবরস্থানে নাইমুড়ী গ্রামের বৃদ্ধা হালিমা খাতুনের দাফন করতে গিয়ে ১৬টি পুরাতন কবর খনন করা দেখা যায়। এতে মুসুল্লিরা সন্দেহ করলে ১টি কবর খনন করা হয় এবং দেখা যায় সেখানে কঙ্কাল নেই। এরপর আরো ১৫ কবর খুঁড়েও কঙ্কাল পাওয়া যায়নি।এ বিষয়ে ওই কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার সাংবাদিকদের বলেন, কবরস্থানের এমন ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সলঙ্গা থানার ডিউটি অফিসার এসআই লতিফ জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিদের্শে পুলিশ ওই কবরস্থান পরিদর্শন করেছে এবং এ ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।