
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গত শনিবার জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সাঘাটা উপজেলার জাতীয় পার্টির আয়োজনে ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম বুলেট এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাঘাটা শাখার সভাপতি এ্যাড. এ.এইচ.এম গোলাম শহীদ রঞ্জু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব শাহ আলম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড. আব্দুল মজিদ, হারুন অর রশিদ, মোজাফ্ফর হোসেন, রিংকু প্রমূখ।