গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং সভাপতিত্বে নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. তাহাজ্জদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রদীপ কুমার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার হারুনুর রশিদ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ডিডিএম) রাশেদুল আলম রাসেল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, মহদীপুর ইউপি চেয়ারম্যান তোহিদুল ইসলাম মন্ডল, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।