গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সম্প্রদায়ের স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার কামদিয়া ইউপি’র চাঁপড়াপাড়া (দরগাপাড়া) আদিবাসী গ্রামের অনিল মার্ডি (৪০) ও তার স্ত্রী সুমি হেব্রম (৩৮) এর শয়ন ঘরে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশিরা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে অনিল মার্ডি কে ঝুলান্ত অবস্থায় এবং তার স্ত্রী সুমি হেমব্র কে ঘরের খাট থেকে মৃত্যু অবস্থায় লাশ দু’টি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের থানায় নিয়ে আসে।
এব্যাপারে তদন্তকারী অফিসার এসআই সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি হত্যা না আত্নহত্যা এ বিষয়ে কোন মন্তব্য করেননি । তবে ময়না তদন্তের রির্পোট এর মৃত্যুর বিষয়ে বলা যাবে ।
এ ঘটনায় মামলা গোবিন্দগঞ্জ থানা মামলা দায়ের জন্য প্রস্তুতি চলছে।