গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে দীর্ঘদিনের চুরি মামলার পলাতক আসামি আমজাদ হোসেন খাঁ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শক সেরাজুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৬ ডিসেম্বর রাত্রি আনুমানিক ২টা ১৫ মিনিটে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের মৃতঃ হুজুর আলী খাঁ এর ছেলে মোঃ আমজাদ হোসেন খাঁ (৩৮) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। উক্ত আসামির বিরুদ্ধে “জিআর ১৭৩/১৪(পীরঃ) ধারা ৪৫৭/৩৮০/৪১১ পিসি এর গ্রেফতারি পরোয়ানা জারী ছিলো।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শক সেরাজুল ইসলাম চুরি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শক সেরাজুল ইসলাম ডাকাতি, মার্ডার মামলার আসামি, চুরি সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে সর্বমহলে ব্যাপক প্রশংসা পেয়েছেন। তিনি ইতিমধ্যেই কর্মদক্ষতা মূল্যায়ন পুরস্কার ও বিভাগীয় পর্যায়ে ক্লুলেস ডাকাতি মামলার আসামি গ্রেফতারের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।