
গত কাল বুধবার সাঘাটায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। চলতি আমন মৌসুমে বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে ২৭ টাকা কেজি দরে ৭শ ৪৮ মেঃ টন ধান ও ৪০ টাকা কেজি দরে ১২শ ৮ ২ মেঃ টন চাল সংগ্রহে লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, মৎস অফিষার এমদাদুল হক , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশিদ সরকার, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, সাবেক প্রধান শিক্ষক ও সমাজ সেবক আব্দুল্লাহ আকন্দ, মিল মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হালিম, ব্যবসায়ী আমজাদ হোসেন, মাহফুজার রহমান মফু মিয়া প্রমূখ।
উদ্ধোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ শহিদুল ইসলাম।