
দিনাজপুরের বিরামপুরে পৌর শহর এলাকা ঘাটপাড় ব্রীজে বালুবাহী ট্রাক্টরের চাপায় আলমগীর হোসেন (৫৫) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ (২৪ ডিসেম্বর) শুক্রবার, সকাল ৯টার দিকে বিরামপুর পৌর শহর এলাকা মাহমুদপুর (ঘাটপাড়) ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার বিনাইল ইউনিয়ের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ ফইম উদ্দিনের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন,নিহত আলমগীর হোসেন শুক্রবার সকালে বিরামপুর হতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ড়া মোড়ে ধান কেনার উদ্দেশ্য যাচ্ছিলো।
পথে বিরামপুর শহর এলাকা ঘাটপাড় ব্রীজের ওপর পৌছালে বালুবাহী ট্রাক্ট তাকে চাপা দিলে ঘটনা স্থলেই ধান ব্যবসায়ী নিহত হন। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। বালুর ট্রাক্টর টিকে আটক করা হয়েছে।