স্টাফ রিপোর্টার- আশরাফুল ইসলাম
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী,স্বাধীনতার সূর্বণজয়ন্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিভিন্ন বয়সের প্রায় দশ হাজারের অধিক মানুষ শপথ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। আজ বিকাল সাড়ে চার ঘটিকায় দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করেন পলাশবাড়ী উপজেলার সকল বয়সের মানুষ।
দেশব্যাপী একযোগে পরিচালিত এ কর্মসূচীর অংশ হিসাবে পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারি কমিশনার ভুমি প্রদীপ্ত রায় দিপন,প্রানী সম্পদ অফিসার আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌরসভার মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা পুলিশের পক্ষে থানা অফিসার মাসুদ রানা, ওসি তদন্ত রুপ কুমারসহ থানা পুলিশের টিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র ,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু ও সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,যুবলীগ সভাপতি রাসেল মাহমুদ তাপস,সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু,ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত,মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, সাধারণ সম্পাদক উম্মে হানি,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু, রিপোর্টাস ইউনিটি, প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারিরা,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,পেশাজীবী সংগঠন, আনসার ভিডিবি, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।