গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির পলাশবাড়ী উপজেলা শাখার কমিটি ১৮ ডিসেম্বর গঠন ও ২০ ডিসেম্বর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর শনিবার সমিতির অস্থায়ী কার্যালয় নিজাম উদ্দিন মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে আব্দুল হামিদ মুকুল-কে সভাপতি, উজ্জল মন্ডল-কে সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে করে ২০২২ ও ২০২৩ সালের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম তাজু, সহ-সভাপতি জুয়েল চৌধুরী, নাজির হোসেন সাদা, সহ-সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বিপুল, শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সরকার, অর্থ সম্পাদক মাহবুব মন্ডল এরশাদ, দপ্তর সম্পাদক আলম মিয়া, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পিপুল মিয়া, ক্রীড়া সম্পাদক লাবলু মিয়া, প্রচার সম্পাদক আব্দুল গোফফার, নির্বাহী সদস্য মোকছেদ আলী। ২০ ডিসেম্বর উক্ত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়।