
পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোছাল্লেন (৮) নামের শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ভেলকুপাড়া কমলাবাগান এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, শিশু মোছাল্লেম একই এলাকার পাথর শ্রমিক আবেদুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোছাল্লেনের দুপুরে বাবাকে নদীতে খাবার দিয়ে বিকেলে বাড়ি ফিরছিলেন। একসময় মামা সমিউলের পাথর লোডে ব্যবহৃত চলন্ত ট্রাক্টর দেখতে পেয়ে দৌরে উঠতে যায়। এতে পা পিছলে সে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইননি ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে ঘটনার পরেই স্থানীয়রা দ্রুত ছুটে আসলে চালক সমিউল ট্রাক্টর রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।