ভারতের রাজধানী দিল্লির সরকার পেট্রোলে মূল সংযোজন কর (ভ্যাট) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করার ঘোষণা দিয়েছে। বুধবার (১ ডিসেম্বর) ভ্যাট কমানোর এ ঘোষণার ফলে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারে দাম কমবে ৮ রুপি। আজ মধ্যরাত থেকে এ নতুন মূল্য কার্যকর হবে।এনডিটিভির খবরে বলা হয়েছে, তবে জ্বালানির দাম টানা ২৭ দিন ধরে অপরিবর্তিত রয়েছে। এর আগে ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলে আবগারী শুল্ক কমায়। ফলে পেট্রোল-ডিজেলের মূল্য রেকর্ড ছুতে পারেনি।
ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের তথ্য অনুসারে, দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৯৭ রুপি এবং ডিজেল ৮৬.৬৭ রুপি। মুম্বাইয়ে পেট্রোল ১০৯.৯৮ রুপি ও ডিজেল ৯৪.১৪ রুপিতে প্রতি লিটার বিক্রি হচ্ছে।ভারতীয় শহরগুলোর মধ্যে মুম্বাইয়ে জ্বালানির দাম সর্বোচ্চ। ভ্যাটের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে দামে এ তারতম্য দেখা দেয়।