
দিনাজপুরের পার্বতীপুর ও ঘোড়াঘাটে ২টি পৃথক সড়ক দুঘটনায় ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুরের দক্ষিণ শেরপুর এলাকায় এ ঘটনা দুটি ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন- আশরাফ আলী, শাহাজাহান আলী ও আক্তার হোসেন। অপরদিকে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিয়ারুল হক (৩৭) ও মনির হোসেন (২৫) নামে আরও দু’জন।
প্রত্যক্ষদর্শী আবু হেনা জানান, ঘটনার সময় শাহাজাহান আলী বাইসাইকেল চালিয়ে ওষুধ কিনতে ভবানীপুর বাজার যাওয়ার জন্য মহাসড়কে ওঠে। এসময় বিপরীত দিক জয়পুরহাট থেকে আসা একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন: ১৯-৫৫৩৩) ঘটনাস্থলে পৌঁছালে সাইকেল আরোহীকে চাপা দেয়। এসময় পিকআপ চালক গাড়ির হাইড্রোলিক ব্রেক কষলে তা পল্টি খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে পিকআপের উপরে থাকা দু’জন ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় আশরাফ আলী ও সাইকেল আরোহী শাহাজাহান আলী।ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছে দেখি দুটি মরদেহ পড়ে আছে। আর আহত দুজন পিকআপ ভ্যানের নিচে। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের পার্বতীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনানুগভাবে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।এদিকে একইদিনে দিনাজপুরের ঘোড়াঘাটে ঘনকুয়াশায় ট্রাকের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক আক্তার হোসেন নিহত হন। আহত হয়েছেন ট্রাকের হেলপারসহ আরও দুজন। ঘোড়াঘাট উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইবরাহিমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।