
জয়পুরহাটের পাঁচবিবি শহরে থানা বিএনপি’র আহবায়কের মোটরসাইকেলে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে থানার গেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় ফারুক হোসেন (২৮) নামের পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিহত হয়েছে। সে শহরের হরিহরপুর এলাকার শহীদুল ইসলামের পুত্র।
এ ঘটনায় রাতেই পুলিশ ছাত্রলীগের মহীপুর সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল (২৫), কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৬) এবং যুবলীগ নেতা আনিসুর রহমান (৫০) ও মোজাহিদুল (২৫) কে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম তার ইয়ামাহা এফজেড মোটরসাইকেল দলীয় কার্যালয়ের বারান্দায় রেখে সভা করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী এসে মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম রাতেই থানায় অভিযোগ করতে যান।
এসময় ছাত্রদলের কয়েকজন কর্মী থানা গেটের বাহিরে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ফারুক মারাত্মক আহত হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ঘটনার উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী ও পৌর যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব এঘটনায় ৪ জনকে আটক করেছে বলে জানা গেছে।