গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপের কর্মী/সমর্থকদের উপর প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের দ্বারা মারপিট ও প্রচারনায় বাঁধা প্রদান করার প্রতিবাদে বাগদা বাজার বুদুর হোটেলে ১৯ ডিসেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ।
তিনি বলেন নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আমার কর্মী/সমর্থকদের উপর প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রফিকের কর্মীদের দ্বারা মারপিট, ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ, ও প্রচারনায় বাঁধা প্রদান সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।ইতিমধ্যে নাসিরাবাদের আনোয়ার, ফুলহারের ইদ্রিস, বাগদা হাটে জাহাঙ্গীর কে মারপিট সহ গুরুত্বর আহত করেছে।তিনি আরও বলেন প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রফিকের কালো টাকার ব্যবহার করে ভোটের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করছে।এক প্রশ্নের জবাবে গোলাপ বলেন আমি বিষয়গুলি রিটার্নিং কর্মকর্তা সহ থানায় অবহিত করলেও আজও দৃশ্যমান কোন পদক্ষেপ নেয় নি এবং কাঠগড়া ভোট সেন্টার, নাসিরাবাদ ভোট সেন্টার ঝুঁকিপূর্ণ হওয়ায প্রশাসনের বিশেষ নজরদারী দাবি করেন।তিনি মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন ও বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রফিক সহ যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করছে তাদের দলীয় বহিস্কার এবং শাস্তির দাবি জানান ।
উক্ত সংবাদ সম্মেলন কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুদু, স্বেচ্ছাসেবক লীগ নেতা নান্নু মিয়াসহ অসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।