গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাটবীজচাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান।অন্যান্যদের মধ্যে পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক আকলিমা আহসান, পাট অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক ছোলায়মান হোসেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দাম হোসেন ও মাননীয় সংসদ সদস্য’র পিএস খাইরুল আলমসহ পাটচাষীরা উপস্থিত ছিলেন।