1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎“সংস্কার ও হত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন হওয়া উচিত”—-মাওলানা মমতাজ ‎লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আমেজ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির ধাক্কায় প্রতিবন্ধী মহিলা নিহত পলাশবাড়ীতে ১টি কিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পলাশবাড়ীতে এবার ৫৭ পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উদ্যাপনে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন গাইবান্ধায় ‘স্কিল অ্যান্ড ইনোভেশন’ প্রতিযোগিতা বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জে একতা অটোমেটিক রাইচ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একতা অটোমেটিক রাইস মিল অ্যান্ড ফুড ইন্ড্রাট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার যন্ত্রপাতির পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) উপজেলার বাগদা এলাকার বোগদহ কলোনীর গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট রোড সংলগ্ন মিলে রাত পৌনে ৯টার দিকে এ ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অবশিষ্ট আগুন নিভিয়ে মিলটিকে সম্পূর্ণ ধ্বংসস্তুপ থেকে রক্ষা করে। এ ঘটনায় মিলটির মূল্যবান যন্ত্রপাতি আগুনে পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়।
সরেজমিনে উপস্থিত হলে মিলের কর্মকর্তা-কর্মচারীরা জানান, মিলের উত্তর পাশ থেকে সাইক্লোন পাইপের হেয়ারইটার দিয়ে আগুন জ্বলতে দেখে গোবিন্দগঞ্জগামী একাধিক ট্রাক ড্রাইভার আগুন ধরেছে বলে চিৎকার করে। পরে মিলের নাইটগার্ড ও অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে ও পাশ্ববর্তী ফায়ার স্টেশনে খবর দেয়।
মিলের ইনচার্জ-ফোরম্যান আকিমুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৮ ডিস্মেবর) দিবাগত মধ্যরাতে মিলে সমস্যা দেখা দিলে পুরো মিলটি বন্ধ করে দেয়া হয়। পরদিন মিলটির যান্ত্রিক ত্রুটি সারিয়ে পরীক্ষামূলক চালু করে আবার তা বন্ধ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে লেবার-শ্রমিকদের অংশগ্রহণে মিলটি চালু করার কথা। সেজন্য ভেতর ও বাহিরে পরিষ্কারও করা হয়। কিন্তু রাতের বেলায় হঠাৎ করে বাহিরে নির্গত গ্যাস ও ব্র্যান ব্লুয়ার পাইপে অগ্নিকা-ের সূত্রপাতে তা মিলের ভেতরে প্রবেশ করে প্রায় ১৩টি উচ্চক্ষমতাসম্পন্ন মোটর ও সেই সাথে বিদেশ থেকে আমদানী করা ৪টি মেশিন পুড়ে যায়। এতে করে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে মিল ম্যানেজার হাসানুল ইসলাম জানান, এখানে প্রায় চারশ লোক নিয়মিত কাজ করে। মিলটি সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয়া হয়। পরের দিন মিলটি একটি মোটর বদল করে তা ট্রায়াল দিয়ে ওকে করা হয় এবং আগামীকাল সকাল থেকে শ্রমিকদের উপস্থিতিতে মিলটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়। তার আগেই এ অবস্থায় মিলটির ভিতরে আগুনের সূত্রপাতের কোনো অবকাশ নেই। এছাড়া আগুন শুরুতে মিলটির বাহিরের দেখা দেয়। ফলে এটি পরিকল্পিত নাশকতা হতে পারে।
অগ্নিকা-ের ঘটনায় গোবিন্দগঞ্জ স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেই আমাদের ও ঘোড়াঘাট ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে রাত ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনের সূত্রপাত্র বিষয়ে তদন্ত চলমান আছে। তদন্ত শেষে মূল কারণ উদঘাটন সম্ভব বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft