
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ ডিসেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক গণশুনানি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসএসআর ফর ইএমডব্লিউজি প্রকল্প এসকেস ফাউন্ডেশন বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহয়োগিতায় এবং বোয়ালী, বাদিয়াখালী, ঘাঘোয়া ও রামচন্দ্রপুর ইউনিয়নের কমিউনিটি লিডারবৃন্দের আয়োজনে আলোচনা সভা উপজেলার বোয়ালী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।