
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ ডিসেম্বর) সকালে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সম্মেলন কক্ষে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম-এর সভাপতিত্বে উক্ত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জেলা সহকারী পরিচালক মো. নেশারুল হক। অন্যন্যদের মধ্যে খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাসুম হক্কানী, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল ও গণ উন্নয়ন কেন্দ্রের জয়া প্রসাদ ছাড়াও যুব উন্নয়ন, সমাজ সেবা ও বিভিন্ন কর্মকর্তা, সভাপতি মটর শ্রমিক ইউনিয়ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।