
চলতি আমন মৌসুমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকারিভাবে ৩ হাজার ১৫৫ মেট্রিকটন ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।গতকাল বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর খাদ্যগুদাম চত্বরে ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুল ইসলাম, খাদ্যগুদাম কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, কৃষকলীগ সভাপতি জহুরুল ইসলাম, ব্যবসায়ী জাকিউল ইসলাম মানিক, রাজা মিয়া ও জাহিদুল ইসলাম প্রমুখ।খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুল ইসলাম বলেন, এ বছরে সাদুল্লাপুর উপজেলার দুটি সরকারি খাদ্যগুদামে আমন মৌসুমে ৯১০ মেট্রিকটন ধান এবং ২ হাজার ২৪৫ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।