
গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গায় সোস্যাল এ্যাডভান্সমেন্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা শাখার চেয়ারম্যান আব্দুল জলিল সরকার।
এসময় বক্তব্য রাখেন, কালব লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, গাইবান্ধা ও জয়পুরহাট জেলা কাস্টার কমিটির সেক্রেটারী আব্দুল মোনায়েম, কালব লিঃ জেলা প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার রায়, নলডাঙ্গা শাখার সেক্রেটারী আতিকুল ইসলাম আতিক, উপজেলা ব্যবস্থাপক ফারুক আহমেদ, রফিকুল ইসলাম ও অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় সোস্যাল এ্যাডভান্সমেন্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নলডাঙ্গা শাখার সদস্যদের শেয়ার-সঞ্চয়-ঋণ বিষয়ে লভ্যাংশের হিসাব ও আয়-ব্যয় হিসাব প্রতিবেদন পাঠ করে শুনানো হয়। যা সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।