
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, যুবলীগ নেতা রেদোয়ান আশরাফ পলাশ, মোসলেম উদ্দিন মাসুম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজা মিয়া, জামিরুল ইসলাম স¤্রাট, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি ও সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান।
এর আগে বঙ্গবন্ধু ও শেখ মুনিরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।