
পারিবারিক ও সামাজিক ভাবে ব্যবহারিত বর্জ্যরে যথাযথ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত নারীদের নিয়ে একটি ব্যতিক্রম ধর্মী নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুরে।আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা ও শ্যামল বাংলা গ্রীন প্রকল্প ল্যাম্ব হাসপাতালের যৌথ আয়োজনে শহীদ ময়দানে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় পেীরসভার ৯ ওয়ার্ডের ২৫ সদস্যের ৯টি প্রশিক্ষিত মহিলা উন্নয়ন গ্রুপের নারীরা। তারা প্রায় ২ বছর ধরে বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত।
বলা হয়েছে, এই বর্জ্য রিসাইকেল করে জৈব সার তৈরি হচ্ছে। এসব ছাদ বাগান ও পারিবারিক বাগানে ব্যবহারসহ বানিজ্যিক ভিত্তিতে বিক্রি করা হচ্ছে। ওয়াকিং গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার স্টুয়ার্ট শুভেন্দু খান প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, কাউন্সিলর হানিফ মন্ডল লাল এবং হাসনাহেনা, মেঘনা, গোলাপ, সেতু, দোয়েল, যমুনা, জবা, সবুজ ও শাপলা মহিলা উন্নয়ন গ্রুপের সভাপতি সম্পাদক প্রমূখ।অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন টেকনিক্যাল কো-অডিনেটর আব্দুস সাত্তার। শ্যামল বাংলা গ্রীন প্রকল্প ল্যাম্ব হাসপাতাল ও পৌরসভার সরবরাহকৃত লাল, নীল সবুজ রং এর বিন ৯টি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে। সুফলও পেয়েছে পৌরবাসী। সম্মেলন শেষে মহিলা উন্নয়ন গ্রুপের নারীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।