গাইবান্ধার পলাশবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পলাশবাড়ী পৌর মহিলা আওয়ামীলীগ এর নেত্রী ও ও বীর মুক্তিযোদ্ধা কন্যা মেঘলা শিরিনের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ ই নভেম্বর শুক্রবার বিকেলে পৌর মহিলা আওয়ামীলীগ আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ৩১গাইবান্ধা-৩ মাননীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি।
এসময় আরো বক্তব্য রাখেন, ছিলেন গাইবান্ধা জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক, সাংবাদিক দিপক কুমার পাল,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি(ভারপ্রাপ্ত) তাপস কুমার, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, পৌর মহিলা আওয়ামীলীগ এর নেত্রী শ্যামলী আক্তার ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামিলীগ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, জাতীর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে মেঘলা আক্তার শিরিনের অকাল মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পুরো অনুষ্ঠান সন্ঞ্চানা করেন পলাশবাড়ী প্রেস ক্লাব সদস্য, কে টিভি বাংলার গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক সুমন মন্ডল।