বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে গাইবান্ধা জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম- ২০২১ পলাশবাড়ী উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অবহিতকরণ সভা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আনিসুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত হহয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা সিভিল সার্জন আ.ম. আখতারুজ্জামান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাছুদার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা ও উপজেলা প্রাণি কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারগণ ছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।