
নওগাঁর বদলগাছীতে নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। জানা যায় আজ (৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা দেউলিয়া গ্রামের বাবলু মন্ডলের নেশাগ্রস্থ ছেলে সবুজ হোসেন(২০) তার মা ছবি বেগুম(৪৮) এর জমানো ৫৪ হাজার টাকা চাইলে মা দিতে রাজি না হলে এঘটনা ঘটায়। বাবলু মন্ডল বলেন আমরা স্বামী স্ত্রী গরু বিক্রি করা ৫৪হাজার টাকা সবুজকে না দিলে তার মাকে খুন করে।তিনি আরো বলেন তার ভয়ে টাকা বাড়ীতে না রেখে ছবি বেগুমের কোমরে রাখে মাঠে ঘাস নেওয়ার জন্য যায়। ঐটাকার জন্য এঘটনা ঘটায়।এলাকাবাসী বলেন সবুজ দীর্ঘদিন ধরে নেশা গ্রস্থ অবস্তায় মাঝে মধ্যেই তার বাবা মাকে মারধর করতো।
আজ বিকালে একটি ধান ক্ষেতে সবুজ তার মাকে খুন করে টাকা নিয়ে পালিয়ে যায়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে স্বাসরোধ করে মারা হয়েছে। লাশ ময়না তদন্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।