স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
নাগরিক মঞ্চ গাইবান্ধা আয়োজনে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিক্ষক দূর্গাপদ ভট্টাচার্য (মানিক স্যার) স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ নভেম্বর মঙ্গলবার সকালে কবি দেবাশীষ দাস দেবু সভাপতিত্বে ও সাংবাদিক আরিফুল ইসলাম বাবু সঞ্চালনায় শোকসভায় প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করেন-শিক্ষাবিদ মাজহার উল মান্নান,কবি সরোজ দেব,গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এ্যাড: সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদ সভাপতি জাহাঙ্গীর কবির তনু,গাইবান্ধা জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন সংস্কৃতি সংগঠক মাসুদুল হক, নারী নেত্রী অঞ্জলি রানী দেবী,সুচিত্রা মুরমু তৃষ্ণ, আমজাদ হোসেন দিপ্তী,বজলুর রশিদ রুপম,খিলন রবিদাস প্রমুখ।
শিক্ষক মানিক স্যারের জীবনের ওপর আবেগী স্মৃতিচারণ করেন নিকট আত্মী সৌমেন ভট্টাচার্য শম্ভু এবং তন্ময় কুমার লাহিড়ী। তারা শোকসভা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। শোকসভায় শিক্ষার্থীরা ছাড়াও সদ্য প্রয়াত শিক্ষকের গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা বলেন, ‘একজন স্কুলশিক্ষক হয়েও মানিক স্যার শিক্ষকতার বাইরে গিয়েও হয়ে উঠেছিলেন অভিভাবক ও বন্ধুর মতো বিশ্বস্ত। তিনি যেমন বিষয়ভিত্তিক শ্রেণিপাঠে অগ্রভাগে ছিলেন। তেমনই ছাত্র-ছাত্রীদের মানবিক গুণাবলি তৈরিতেও সক্রিয় ছিলেন।’ খেলাধুলা, সংগীত এবং চিকিৎসা বিদ্যায় তিনি ছিলেন অগ্রগামী। স্মৃতিচারণে বক্তারা আরও বলেন, ‘সমাজকর্মী হিসেবেও অসাম্প্রদায়িক চেতনার মানুষটির জীবনাচার ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ হতে পারে।’ অনুষ্ঠানে বক্তা এবং অংশগ্রহনকারী প্রত্যেকে এই শোক সভার আয়োজন করার জন্য নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড: সিরাজুল ইসলাম বাবুকে সাদুবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দূর্গাপদ ভট্টাচার্য (মানিক স্যার) গত ২৭ নভেম্বর বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।