
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা শিশুকল্যাণ বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিএসপিবি প্রকল্প ও ইউনিসেফ-এর সহযোগিতায় জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা লিগ্যাল এইড অফিসার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক,জেল সুপার মো. নজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, জেলা আওয়ামী লীগরসাংগঠনিক সম্পাদক মো. মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা তথ্য অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসির উদ্দিন শাহ্, পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স, জাতীয় মহিলা সংস্থা গাইবান্ধা জেলা শাখার চেয়ারম্যান মাহমুদা পারুলসহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) মোতাবেক শিশু সুরক্ষা ও শিশুদের উন্নয়নসহ সুবিধাবঞ্চিত শিশু/পথ শিশু/ শিশু শ্রমে নিয়োজিত শিশু/আইনের সংস্পর্শে ও আইনের সংঘাতে জড়িত শিশুসহ কোভিড-১৯ অতিমারির মধ্যে শিশুদের উন্নয়ন ও বিশেষ সেবা প্রদানের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর, প্রবেশন অফিসার এবংজেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন ভূমিকা তুলে ধরেন।সভায় আরো ১০৯৮ এর কার্যক্রমসহ প্রচারের বিষয়ে এবং জেলা/উপজেলা শিশুকল্যাণ বোর্ড-এর নিয়মিত সভা আয়োজনের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শেষে ভার্চুয়াল কোর্টে জামিনে মুক্তিপ্রাপ্ত ৩ জন শিশুকে প্রত্যেককে ১০ হাজার ৫শ’ টাকা করে আর্থিক অনুদানের (২য় কিস্তি) অর্থ প্রদান করা হয়।