
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিবাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, পৌরসভা মেয়র মো. মতলুবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক মো. মাহফুজার রহমান।শেষে ৪ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৬০ হাজার টাকা করে চেক বিতরণসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়।