
সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের ইবি রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, কনস্টবল বদরুজ্জোহা, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, দপ্তর সম্পাদক আবু মুছা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ও যুবদল নেতা মিলন ও আব্দুল মতিন। এদের মধ্যে গুলিবিদ্ধ আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে যুবদল নেতাকর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। এতে পুলিশ নগ্নভাবে হামলা করে। আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালানো হয়। ১০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।