
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হিঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল হককে হত্যাকারী ছোট ভাই আরিফ বিল্লাহর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠ ঘেঁষে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কে এ মানবন্ধন কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমাজ। মানববন্ধনে সাদুল্লাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে নিহত শিক্ষক শহিদুল হকের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসফুরা আক্তার দুই শিশু সন্তান রাইয়ান হোসেন ও রেদওয়ান হোসেন কে পাশে নিয়ে কান্নাজড়িত কন্ঠে স্বামী হত্যার ঘটনা বর্ণনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,সাদুল্যাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা, সহকারী শিক্ষক সমাজের সভাপতি ওয়ালিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক নাজমুল হক।
উল্লেখ্য যে, ১৬ সেপ্টেম্বর রাতে ছোট ভাই আরিফ বিল্লাহর বে-পরোয়া মারপিটে গুরুত্বর আহত হয় সহকারী শিক্ষক শহিদুল হক। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকালে মারা যান শহিদুল হক। এ ঘটনায় শহিদুলের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ এ ঘটনায় আরিফ বিল্লাহকে আটক করেছে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন,আটক আসামী কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।