
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১টি পৌরসভা এবং ৮ ইউনিয়নে ৬৬ পূজা মন্ডপে চলমান পূজা-অর্চনা নির্বিঘেœ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে অস্ত্রসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপি’র টহলটীম।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকরী উচ্চ বিদ্যালয় মাঠে দায়িত্বে নিয়োজিত পূর্ব সমবেত অস্ত্রধারী আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে নিরাপত্তাজনিত বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।
তিনি পূজা মন্ডপ সমূহে যে কোন সময় যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের মধ্যে তাৎক্ষনিক যোগাযোগ স্থাপন ছাড়াও সবসময় সজাগ থাকার পরামর্শ প্রদান করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, এসএম পাইলট মডেল সরকরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র শীল ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. ময়নুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ; এ উপজেলায় শারদীয় দূর্গোৎসব পালনে ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৬৬ পূজা মন্ডপের মধ্যে ৬৪টির বিপরীতে ঘুর্ণায়মান ৯২ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন জানা যায়।